সেনাবাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন আজ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ তিনদিনের সফরে আজ শনিবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন। ইউএইর সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এ শুভেচ্ছা সফর করছেন তিনি।
সফরকালে সেনাবাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সেখানে আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন তিনি। সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।
উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশি সেনাবাহিনী প্রধান, যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে শুভেচ্ছা সফরে গমন করছেন। সফর শেষে তিনি ১৪ নভেম্বর দেশে ফিরবেন।
সূত্র : আইএসপিআর
এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত