১৬ হাজার পিস ইয়াবাসহ এনা পরিবহনের সহকারী গ্রেফতার
কক্সবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. সোহেল (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. সোহেল বাসটির চালকের সহকারী।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, এনা পরিবহনের বাসটির চালকের সহকারী সোহেল ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।’
এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো