ডেমরায় ঘরের ভেতর দুই শিশুর মরদেহ
রাজধানীর ডেমরার কোনাপাড়ার একটি বাড়ি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো ওই এলাকার বাসিন্দা পলাশ মিয়ার মেয়ে নুসরাত জাহান ও ফরিদুলের মেয়ে ফারিয়া আক্তার।
সোমবার (৭ জানুয়ারি) রাতে কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলা নামে ওই বাড়ির নিচতলার কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শিশু দুটির বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হায়াত বলেন, শিশু দুটি দুপুর থেকেই নিখোঁজ ছিল। তাদের খোঁজে মাইকিংও করা হয়। পরে ওই বাড়ির নিচতলায় দুজনের মরদেহ খুঁজে পাওয়া গেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
তিনি বলেন, শিশু দুটির দেহে আঘাত দেখতে পেয়েছি।
এদিকে কীভাবে তাদের মৃত্যু হলো, এটা হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এলাকার বাসিন্দারাও স্পষ্ট কিছু বলতে পারছেন না।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কারাগারে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো