প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে বিএনপি নেত্রী গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের নগর কমিটির প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২১ জানুয়ারি) রাতে নগরীর জিইসি মোড় থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে ঢাকা যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।
দলীয় সূত্রে জানাগেছে, গ্রেফতার লিটা সোমবার ঢাকায় আসার জন্য নগরীর জিইসি মোড় থেকে সৌদিয়া পরিবহনের বাসে ওঠেন। বাস রওনা দেয়ার পর পথে সেটি থামিয়ে তল্লাশি করে লিটাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় মানহানিকর পোষ্ট করতেন অভিযুক্ত নারী। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের হয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত