রাশিয়া থেকে সামরিক হেলিকপ্টার কিনবে বাংলাদেশ
রাশিয়া থেকে সাতটি সামরিক হেলিকপ্টার কিনবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে গত এপ্রিলে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, হেলিকপ্টারগুলোর মধ্যে রয়েছে ছয়টি সামরিক-পরিবহন হেলিকপ্টার মিল মি-১৭১ এবং একটি মাঝারি আকৃতির পরিবহন বিমান।
রোসোবোরোনএক্সপোর্ট-এর প্রথম ডেপুটি সিইও ইভান গনচারেনকো সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে দ্য ডিপ্লোম্যাট পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে উভয় দেশ এক বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। ইতোমধ্যে হেলিকপ্টারগুলো তৈরি করা শুরু হয়েছে।
রাশিয়ার এই বিশেষজ্ঞ জানান, স্বাধীনতার পর সামরিক ক্ষেত্রে বাংলাদেশের এটি সবচেয়ে বড় চুক্তি। রাশিয়া থেকে ডিজেল-ইলেক্ট্রনিক সাবমেরিন কিনতে ঢাকা আগ্রহ দেখিয়েছে।
মস্কো গত ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছে, বাংলাদেশকে তারা ১৬টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ ও সামরিক যুদ্ধ বিমান সরবরাহ করবে।
এসএইচএস/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত