বাংলাদেশেই পণ্য উৎপাদন করবে এলজি ও স্যামসাং
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি এলজি ও স্যামসাং শিগগিরই বাংলাদেশেই তাদের পণ্য উৎপাদন করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত হু ক্যাং।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি। এর ফলে বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হবে আর দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও কমবে বলে মন্তব্য করেন কোরিয়ান রাষ্ট্রদূত।
দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত দেশে উন্নীত হওয়ার বিস্ময়কর সাফল্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে বলে রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা, কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ তৈরি ও বাংলাদেশের শিল্পখাতে বিশেষ করে তৈরি পোশাক খাতের উন্নয়নে সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রদূত হু জানান, দিক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এস কে গ্রুপ বাংলাদেশে এলপিজি টার্মিনাল স্থাপনের কাজ করতে যাচ্ছে। এটি হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ ও প্রাকৃতিক গ্যাসের উপর চাপ কমানো যাবে।
রাষ্ট্রদূত হু কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক উদ্যোগের সমর্থন দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। পররাষ্ট্রমন্ত্রীও রোহিঙ্গা সংকটে মানবিক ও রাজনৈতিক সহযোগিতার জন্য দক্ষিণ কোরীয় সরকারকে ধন্যবাদ জানান।
জেপি/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত