বঙ্গবন্ধু উপাধির সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকিট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দু’টি স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে ১০ টাকা মূল্যমানের ১টি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ১টি ডাটা কার্ড অবমুক্ত করেন।
স্মারক ডাকটিকিট দুটিতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড শনিবার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে বিক্রি করা হবে।
এফএইচএস/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কোস্টগার্ডের জন্য কেনা হচ্ছে দুটি হাইস্পিড বোট
- ২ পোস্টারহীন নির্বাচনে ছাপাখানার ‘শতকোটি টাকার’ ব্যবসায় ধস
- ৩ চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের অন্তর্কোন্দলে খুন, গ্রেফতার ৪
- ৪ ভোটের আগে ৪ ও পরে ৭ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র সচিব
- ৫ সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বিবেচিত হবে