আবাসিকে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, ৬ প্রতিষ্ঠানের জরিমানা ১১ লাখ
রাজধানীর পুরান ঢাকায় আবাসিক ভবনে দাহ্য কেমিক্যাল রাখার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পুরান ঢাকার আরমানিটোলায় এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, আরমানিটোলা এলাকায় আবাসিক ভবনে দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় তিনশ টন রাসায়নিক সাত দিনের মধ্যে সরিয়ে নেয়া হবে- মর্মে অঙ্গীকারনামা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এছাড়া মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য মজুত ও বিক্রির অভিযোগ প্রমাণসাপেক্ষে নূর ট্রেড হাউজকে দুই লাখ টাকা, নোমান পারফিউয়ারিকে দুই লাখ, ডিভাইন ট্রেড লিংককে চার লাখ, কিং সেল ট্রেডিংকে দেড় লাখ, এনবি কেমিক্যালকে এক লাখ ও জহুরা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকাসহ মোট ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আবাসিক ভবনে কেমিক্যাল সংরক্ষণ ও বিপণনের বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সারওয়ার আলম।
জেইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা
- ২ ঢাকার ৫ আসনে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান প্রার্থীদের
- ৩ ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ৪ নির্বাচনে নজিরবিহীন নজরদারি, ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
- ৫ প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির