কাউন্সিলের আগেই বিএনপির শূন্যপদ পূরণের দাবি
দলীয় কার্যক্রম গতিশীল করতে সপ্তম কাউন্সিলের আগেই শূন্যপদ পূরণের জোর দাবি উঠেছে বিএনপিতে। ইতিমধ্যে এ ব্যাপারে সম্মতিও দিয়েছে দলটির হাইকমান্ড। সেক্ষেত্রে পরীক্ষিত ও ত্যাগী প্রবীণ নেতার পাশাপাশি অপেক্ষাকৃত কম বয়সী নেতাদেরও কমিটিতে স্থান দিতে চায় দলটি।
দলের সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. আব্দুল আউয়াল খান বলেন, চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আগে কাউন্সিল সম্ভব হবে না। তবে দলকে শক্তিশালী ও গতিশীল করতে শূন্যপদ পূরণ করা হতে পারে। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়া রয়েছে। শূন্যপদগুলো পূরণ করে পরবর্তীতে এটা দলের নির্বাহী কমিটির সভায় অনুমোদন করিয়ে নেয়া হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র জানায়, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পাঁচটি শূন্য পদের পাশাপাশি যুব বিষয়ক, ছাত্র বিষয়ক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক পদ পূরণের জন্য হাইকমান্ডে আলোচনা চলছে।
স্থায়ী কমিটির শূন্য পদে আব্দুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান, হাফিজ উদ্দিন আহমেদ, খন্দকার মাহাবুব হোসেন এবং রুহুল কবীর রিজভী আহমেদের নাম বেশি আলোচিত হচ্ছে।
এছাড়া যুব বিষয়ক সম্পাদক পদে অ্যালবার্ট পি কস্টা, ছাত্র বিষয়ক সম্পাদক পদে রকিবুল ইসলাম বকুল এবং সহ ছাত্র বিষয়ক সম্পাদক পদে বজলুল করিম চৌধুরী আবেদের কথা ভাবছে হাইকমান্ড।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বলেন, ‘দল পুনর্গঠন কার্যক্রম চলছে এবং জাতীয় কাউন্সিল হবে।’
কাউন্সিলের আগে শূন্যপদ পূরণের সম্ভাবনা আছে কীনা জানতে চাইলে তিনি বলেন, ‘শূন্যপদ বলি কী করে? চীনা কমিউনিস্ট পার্টির মত এত বড় একটা দল মাত্র সাতজন মিলে চালায়। তবে আপনি যেটা বলছেন সেটা নিয়ে দলে আলোচনা হচ্ছে।’
কেএইচ/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ২ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৩ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৪ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
- ৫ নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন