চমেকে একসঙ্গে সাড়ে তিনশ আয়া ও ওয়ার্ডবয়কে অব্যাহতি
ফাইল ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অবৈতনিকের (বিশেষ) আওতায় নিয়োজিত সাড়ে তিনশ আয়া ও ওয়ার্ডবয়কে অব্যাহতি দেয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এসব কর্মচারীকে আজ বুধবার থেকে আর কাজে যোগ না দেয়ার নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্পেশাল ওয়ার্ডবয় এবং আয়াদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
চমেক সূত্রে জানা যায়, এসব স্পেশাল আয়া-ওয়ার্ডবয়দের হাসপাতাল থেকে কোনো সম্মানী দেয়া হতো না। প্রতি রোগীকে সেবা দেয়ার বিনিময়ে সর্বোচ্চ ৩০ টাকা আদায়ের নিয়ম করে দেয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এ সুযোগের অপব্যবহার করে তারা রোগীদের জিম্মি করে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, হাসপাতালে জনবল সংকট থাকায় তাদের অবৈতনিকভাবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে বিভিন্ন অভিযোগের কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। সেবা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ২৯৯ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ
- ২ যে কারণে মাতারবাড়ি নামে থানা গঠনের প্রস্তাব অনুমোদন
- ৩ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশের কঠোর বাস্তবায়নের দাবি
- ৪ শান্তিরক্ষায় কঙ্গোতে যাচ্ছেন বিমানবাহিনীর ৬২ সদস্য
- ৫ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, যুবক গ্রেফতার