যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের নির্মাণকাজের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীন চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। এ জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টার জন্য চুনকুটিয়া, সুভাড্ডা, হাসনাবাদ, ইকুরিয়া, মিরেরবাগ, পার-গেন্ডারিয়া, কালিগঞ্জ ও এর আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহক আজমত আলী পেপার্স মিলসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি