ফায়ার সার্ভিসের নতুন ডিজি সাজ্জাদ হোসাইন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে।
সেনা কর্মকর্তা সাজ্জাদ হোসাইনকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে এ আদেশ জারি করা হয়। এর ফলে ফায়ার সার্ভিসের ডিজি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানের স্থলাভিষিক্ত হলেন তিনি।
অপর আদেশে মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিনকে প্রেষণে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। এ জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরএমএম/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের
- ২ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ৩ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৪ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৫ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত