‘নিজের বিশ্ববিদ্যালয়েই বাংলা পড়াচ্ছেন না, অন্য দেশে অচিন্তনীয়’
দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়টাই পড়ানো হয় না, এ বিষয়ে হতাশা প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নিজের বিশ্ববিদ্যালয়ে নিজের ভাষাই পড়াচ্ছেন না, অন্য কোনো দেশে এটা বোধহয় চিন্তাই করা যাবে না।’
শনিবার (৯ মার্চ) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্য পুরস্কার-২০১৮’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী।
মান্নান বলেন, ‘আমি জানতামই না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানোই হয় না। সেখানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় শুরু করেছে পূর্ণমাত্রায়। কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয় না, যারা অভিজ্ঞ তারা ভালো বলতে পারবেন।’
তিনি বলেন, ‘নিজের বিশ্ববিদ্যালয়ে নিজের ভাষাই পড়াচ্ছেন না, অন্য কোনো দেশে এটা বোধহয় চিন্তাই করা যাবে না। যাই হোক, হয়তো কারণ আছে। আমি আশা করব, দীর্ঘযাত্রা শেষে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি, আমরা যদি স্থিতিশীল থাকি, রাষ্ট্র হিসেবে আমরা যদি স্বাধীনতার সুরক্ষা দিতে পারি, তাহলে আমাদের এই যে নিজ দেশে নিজের ভাষাই পরাধীন থাকে, এটুকু আমরা বোধহয় অতিক্রম করতে পারব।’
অনুষ্ঠানে চারজনকে সাহিত্য পুরস্কার তুলে দেয় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আজীবন সম্মাননা দেয়া হয় সিরাজুল ইসলাম চৌধুরী ও আবদুল্লাহ আবু সায়ীদ, সৃজনশীল সাহিত্যে শ্রেষ্ঠ লেখক সেলিনা হোসেন এবং মননশীল সাহিত্যে শ্রেষ্ঠ লেখক আবুল মোমেনকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনসহ অনেকে।
পিডি/বিএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ এ কে খন্দকারের জানাজা রোববার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
- ২ ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০
- ৩ ওসমান হাদির জানাজা-দাফন শৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
- ৪ এ কে খন্দকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার শোক
- ৫ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৫৮