শাহজালালে দুই হাজার ইয়াবাসহ ‘নৃত্যশিল্পী’ আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতের নাম সোহেল রানা (২২)। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। সোহেল নিজেকে নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ওই যাত্রী দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার থেকে রিজেন্ট এয়ারযোগে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ইয়াবার ব্যাপারে জিজ্ঞাসাবাদে আটক সোহেল জানান, কক্সবাজার উপজেলা সদরের ফারুক নামে এক ব্যক্তি পাঁচ হাজার টাকার দেয়ার কথা বলে সোহেলের হাতে দুটি প্যাকেট পাঠান। প্যাকেট দুটি তিনি জুতার ভেতর ঢুকিয়ে ঢাকায় আনেন।
চেকিংয়ে ধরা না পড়লেও বিমানবন্দরে এসে এপিবিএন সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
জেইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো