রেডিমিক্স-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত হয়ে দুইজন পঙ্গুতে
মিরপুরের আশুলিয়ায় রেডিমিক্স-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন মো. ফারুক (২৯) ও মনির হোসেন (৩৫)।
বিকেল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক মো. ফারুকের পা ভেঙে গেছে। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে শাহ সিমেন্টের রেডিমিক্স (ঢাকা মেট্রো শ-১১-২২৯৫) গাড়ি আশুলিয়া যাওয়ার পথে এবং আশুলিয়া থেকে আজুয়া বেকারি লিমিটেডের (ঢাকা মেট্রো শ-১৩-০৩৩৯) কাভার্ডভ্যান গাড়ি ঢাকা যাওয়ার পথে আশুলিয়া-মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
উত্তরা ও মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে।
আরএম/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর