শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ফোন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি। এ সময় শ্রীলঙ্কায় বোমা হামলায় জায়ান চৌধুরী নিহতের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, লোটে শেরিং ফোন করে শ্রীলঙ্কায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।
গত রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ইস্টার সানডে চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহত হয়েছেন। ওই হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরী নিহত হয়।
এইউএ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কারাগারে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো