বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে এখন আর বিয়ে করবে না রুস্তম
ফাইল ছবি
রাজধানীর ভাটারায় এক নারী পোশাক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রুস্তুম আলী নামে একজনকে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।
বুধবার সকালে ভাটারা থানার এসআই আলতাফ হোসেন জানান, বিয়ের কথা বলে মহাখালীর নাবিস্কো গার্মেন্টসের এক নারী পোশাক শ্রমিককে একাধিকবার ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলা নম্বর-৪। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগীকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মহাখালীর একই পোশাক কারখানায় চাকরি করার সুবাদে রুস্তুম নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ওই নারী শ্রমিকের। ছয়মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে। পরে রুস্তুম তাকে বিয়ে করার কথা বলে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই নারী বিয়ের কথা বললে রুস্তম অস্বীকৃতি জানায়। প্রতারিত হয়ে তিনি থানায় মামলা করেন।
জেইউ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো