চট্টগ্রামে বাসের ধাক্কায় পাঠাও চালক নিহত
প্রতীকী ছবি
চট্টগ্রাম মহানগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আজাদ (৩০) নামে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও এর এক চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা যাত্রী মো. ইমরান (২৭) আহত হন।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ নগরের বাকলিয়া কালামিয়া বাজার এলাকার হাজী আবদুস সোবাহান রোড়ের বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে। আহত ইমরানও একই এলাকার আব্দুল করিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহানগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেলের দুই আরোহীকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রী ইমরানকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।
এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সাময়িক বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত
- ২ গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের
- ৩ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ৪ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৫ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন