‘ডিবি পুলিশ’ পরিচয়ে ছিনতাই, অতঃপর ধরা
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পিস্তল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আটকরা হলেন- ইয়াসিন (৩২), ইব্রাহীম (৪২) ও মুসা (৩২)।
পুলিশ জানায়, আটককৃতরা সবাই উত্তরা-১১ নম্বর সেক্টর ১৫ নম্বর সড়কের ৭২ নম্বর বাড়ির ৬ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছিল তারা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুইটি খেলনা (লাইটার) পিস্তল, একটি বিদেশি ৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি একটি ওয়াকিটকিসহ বেশ কিছু ইয়াবা উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উত্তরা-১১ নম্বর সেক্টরের একটি বাসায় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি একটি ফ্ল্যাট বাসায় অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইটি খেলনা পিস্তল, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি ওয়াকিটকি এবং তল্লাশি চালিয়ে অর্ধশতাধিক পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিএমপির উত্তরার সহকারী কমিশনার সচীন মৌলিক জানান, আটককৃতরা অনেক দিন ধরেই বিভিন্ন পেশাজীবীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। এ জন্য তারা সব সময় অস্ত্র বহন করতো। রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নানা অপরাধ করে বেড়াতো। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জেইউ/জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ২ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৩ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো
- ৪ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই
- ৫ অপতথ্য মোকাবিলায় ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন সুইডেনের রাষ্ট্রদূত