দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৪
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ ভূঁইয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পেছন থেকে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। সিএনজিটি গিয়ে পড়ে একটি রিকশার ওপর। এতে সিএনজিচালক, রিকশাচালক ও রিকশার দুই যাত্রীসহ মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি ও রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। পরিস্থান পরিবহনের বাসটি জব্দ এবং সিএনজি-রিকশাকে উদ্ধারের চেষ্টা চলছে।
পরিস্থান পরিবহনের মালিক শিরিন শান্তি নামে এক ব্যবসায়ী।
আরএমএম/এআর/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা
- ২ ঢাকার ৫ আসনে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান প্রার্থীদের
- ৩ ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ৪ নির্বাচনে নজিরবিহীন নজরদারি, ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
- ৫ প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর আহ্বান ইসির