সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে ইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিক্তিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ৩০০ সংসদীয় আসনের নির্বাচনী আসন, কেন্দ্রের নাম, মোট ভোটার, বৈধ ভোট, বাতিল ভোট এবং কাস্টিং ভোটের তথ্য দেওয়া হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী ভোট পড়েছে ৮০.২০ শতাংশ, তার মধ্যে বাতিল হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ভোট।
৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। ভোটেগ্রহণের দীর্ঘ ছয় মাস পর ৪০ হাজারের বেশি কেন্দ্রের ফলাফল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করলো সাংবিধানিক এ প্রতিষ্ঠান।
ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার কেন্দ্রভিত্তিক এ ফলাফল ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখন যে কেউ ইচ্ছা করলেই নির্বাচনের কোন কেন্দ্রে কে কত ভোট পেয়েছেন তা দেখতে পারবেন।
ইসি প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৩০০ আসনের ৪০ হাজার ১৫৫ কেন্দ্রে মোট ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ২৬৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৮ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৯১১টি। ভোট পড়ার হার ৮০.২০ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোট ৮ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ২২১ ভোট। আর বাতিল হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬৯০ ভোট।
এইচএস/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের
- ২ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ৩ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৪ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৫ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত