হোটেল গিভেন্সি থেকে ৪০ যুবক আটক
প্রতীকী ছবি
রাজধানীর ফার্মগেট এলাকার হোটেল গিভেন্সি থেকে নাশকতার অভিযোগে ৪০ যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার দিকে ওই হোটেলে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশ। আটকৃতরা সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র। তাদের শিবির কর্মী সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি জাগো নিউজকে বলেন, আটকৃততরা হোটেলে বসে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেইউ/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার