পদ্মা সেতু নিয়ে গুজব রটনাকারীদের শাস্তি পেতেই হবে
পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগার গুজব রটনাকরীরা দেশের স্বার্থবিরোধী প্রচারণায় ব্যস্ত। এর জন্য তাদের শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে কেন মানুষের মাথা লাগবে? আসলে বিরোধীরা আন্দোলন ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, তাই এখন গুজবই তাদের পুঁজি।
তিনি বলেন, কারা এসব গুজব ছড়াচ্ছে, তাদেরকে খুঁজে বের করার জন্য সেতু কর্তৃপক্ষ পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে। দেশের স্বার্থবিরোধী এসব গুজব রটনাকারীদের শাস্তি পেতেই হবে। এ সময় পদ্মা সেতু নির্মাণের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী।
এইউএ/এমএসএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে অসুস্থ ইভ্যালির রাসেল, নেওয়া হলো হাসপাতালে
- ২ বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো, বাড়লো উচ্চশিক্ষায় সুযোগ
- ৩ ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪০
- ৪ জঙ্গল সলিমপুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: প্রেস সচিব
- ৫ যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হলো