২০০ বোতল ফেনসিডিলসহ বংশালে আটক ৫
রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন- মো. হাসান (৪২), কামরুল ইসলাম (৪৯), বেল্লাল হোসেন (৩৮), ছানোয়ার হোসেন (৩৫) ও খায়রুন নেছা (৪৫)।
রোববার (৪আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর সৈয়দ ইমরান হোসেন ও স্কোয়াড কমান্ডার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। তারা প্রতিনিয়ত দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা দায়ের পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত