আবেদন করে ৩৬৫ জনের মধ্যে ৩৪৪ জনের ফলেই পরিবর্তন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে ৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণ করে বোর্ড। ফল পুনর্নিরীক্ষণ শেষে ৩৪৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
পুনর্নিরীক্ষণে আরও ৪৭ জন পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৪ জন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড এই ফলাফল ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, ৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণের আবেদন যাচাই-বাছাইয়ের পর ৩৪৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ২১ জন পুনর্নিরীক্ষণের পরও ফেল করেছেন। ফেল থেকে পাস করেছেন ৪৭ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ২৯৭ জন পরীক্ষার্থীর।
গত ১৭ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮৬০ জন। পুনর্নিরীক্ষণের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ জন।
এসআর/পিআর
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে রিকশাচালককে মদ খাইয়ে গলা কেটে হত্যা, গ্রেফতার ১
- ২ ‘ইনভয়েসিং-ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণ করতে না পারা সমন্বিত ব্যর্থতা’
- ৩ দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র
- ৪ বিকেলে ড. ইউনূসের সঙ্গে যমুনায় বসছেন ১৪টি রাজনৈতিক দলের নেতারা
- ৫ জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন-সংগ্রামের একটি মাইলফলক: শেখ বশিরউদ্দীন