পুলিশের লাথিতে ‘অজ্ঞান’ পেয়ারা বিক্রেতা
প্রতীকী ছবি
চট্টগ্রামে এক গোয়েন্দা পুলিশের লাথিতে অজ্ঞান হয়ে পড়েন পেয়ারা বিক্রেতা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। এতে দুই পাশে যানজট সৃষ্টি হয়।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি সমস্যা সমাধানে চেষ্টা করছে থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই–কর্ণফুলী) মোস্তফা আল মামুন।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্ণফুলী থানার মইজ্জারটেকে রাস্তার পাশে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পেয়ারা বিক্রেতাকে মারধর করে গোয়েন্দা পুলিশের এক সদস্য। মারধরের এক পর্যায়ে ওই পুলিশ সদস্যের লাথিতে অজ্ঞান হয়ে পড়েন পেয়ারা বিক্রেতা। পরে স্থানীয়রা ওই পুলিশ সদস্যকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। একইসঙ্গে ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে।
এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা যায়নি।
আবু আজাদ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের
- ২ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ৩ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৪ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৫ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত