ঘুষ নেয়ার সময় গ্রেফতার সহকারী রাজস্ব কর্মকর্তা
ফাইল ছবি
এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় গ্রেফতার হয়েছেন টাঙ্গাইলের কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌস।
মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
দুদক জানিয়েছে, প্রকৃত ভ্যাটের চেয়ে কম ভ্যাট আদায় এবং ১৩ ডিজিটের নতুন ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য ওই ঘুষ নিচ্ছিলেন আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌস। দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে চলা এক অভিযানে হাতেনাতে ধরা পড়েন তিনি।
দুদক সূত্র জানায়, ওই কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারায় এবং সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের দায়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ ২নং আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) উপ-সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
এমইউ/জেডএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩