র্যাবের হাতে আটক ইউজিসি সহকারী পরিচালকের মৃত্যু
ফাইল ছবি : র্যাবের হাতে আটক তিনজনের মাঝখানে ওমর সিরাজ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ওমর সিরাজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গতকাল তাকে রিমান্ডে নেয়া হয়।
রিমান্ডের দ্বিতীয়দিন বৃহস্পতিবার বিকেল ৫টায় ওমর সিরাজ অসুস্থতা বোধ করলে তাকে মোহাম্মদপুর হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরো জানান, ডেথ সার্টিফিকেটে ওমর সিরাজের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা আছে।
শুক্রবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানান তিনি। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলের প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে ওমর সিরাজকে আটক করা হয়।
## সব প্রশ্ন ফাঁসে জড়িত ওমর
## প্রশ্ন ফাঁসের ঘটনায় র্যাবের মামলা
## মেডিকেলের প্রশ্ন ফাঁসে অত্যাধুনিক ডিভাইস
এআর/বিএ