ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগদান শেষে লন্ডন হয়ে সিলেটে যাত্রাবিরতি করে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ০০২) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। এ নিয়ে সাড়ে ৩ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সিলেটে যাত্রাবিরতি করছেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে সিলেট আওয়ামী লীগে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এর আগে নিউইয়র্ক থেকে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতি শেষে শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন।
# ঢাকার পথে প্রধানমন্ত্রী
# সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ডেভিল হান্ট ফেইজ-২: পাঁচ থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৫৯
- ২ পরিবেশ সুরক্ষায় নতুন সরকারকে ৭ বিষয়ে কাজ করার সুপারিশ রিজওয়ানার
- ৩ খিলগাঁওয়ে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
- ৪ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চিড়িয়াখানার কর্মকর্তাদের শ্রদ্ধা
- ৫ নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের দিলীপ, চাঁদাবাজির কারণেই হত্যা