বাড্ডায় খুন : গোডাউন ভাড়ার নামে বাড়িতে ঢোকে দুর্বৃত্তরা
রাজধানীর মধ্যবাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির নিচের গোডাউন ভাড়ার নাম করে এসে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী সিরাজ উদ্দিন।
সিরাজ জানান, রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কয়েকজন ব্যক্তি খিজিরের বাড়ির নিচতলার গোডাউন ভাড়া নেয়ার নাম করে আসে। তারা গতকাল পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়েছিল। পরে রাত ৯টায় তার বাড়ির দ্বিতীয়তলার ওজুখানার সামনে থেকে তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ছয়তলা ভবনের বাড়িটি খিজির আহমেদের নিজের। এর দ্বিতীয়তলায় খানকা শরিফ ছিল। তৃতীয়তলায় ছিল তার বেডরুম। দুর্বৃত্তরা ওজুখানায় তার হাত পেছনে বেধে তাকে গলা কেটে হত্যা করে।
সোমবার রাত ৯টায় মধ্যবাড্ডার জ-১০/১ নং বাড়ি থেকে খিজির আহমেদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
## পিডিবির সাবেক চেয়ারম্যানকে গলা কেটে হত্যা
## যেভাবে হত্যা করা হয় খিজির খানকে
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ তৃতীয় লিঙ্গের ৩০ জনকে অস্থায়ী দোকান স্থাপনের অনুমতি উত্তর সিটির
- ২ ঘনকুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি
- ৩ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ৪ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৫ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান