ফেসবুকে নেই প্রতিমন্ত্রী ইন্দিরা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেই মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তার নামে কেউ ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (৩ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কোনো ফেসবুক অ্যাকাউন্ট, আইডি, পেজ বা কোনো গ্রুপ নেই। তার পরিবারের কোনো সদস্য বা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিমন্ত্রীর নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করা হয় না।
যদি কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট, আইডি, পেজ বা কোনো গ্রুপ পরিচালনা করে তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরএমএম/এএইচ/পিআর