ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৮ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার রাজধানীর রেলভবনের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এসময় মন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ নভেম্বর ব্রাহ্মবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে এক ভয়াভহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত এবং ৫৪ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল,পঙ্গু হাসপাতাল, সিএমএইচসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার ব্যবস্থা করা হয়েছিল। মন্ত্রণালয় এবং রেলওয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক আহতদের বিষয়ে খোঁজ-খবর রাখা হয়েছিল। কোনো মৃত্যুর শুন্যতাই পূরণ করা যায় না। তাদের এ ক্ষতি কোনো বিনিময়ে পরিশোধ করা যাবে না। আমরা এ টাকা দিয়ে শুধু তাদের পাশে থাকতে চাই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জনের মধ্যে ৪ জনের উত্তরাধিকার নিয়ে সমম্যা আছে। বাকি ১৩ জনের মধ্যে ১০ জনের পরিবার মন্ত্রীর হাত থেকে এক লাখ টাকার চেক গ্রহণ করেন।

এএস/এমএফ/এমএস