হেয়ার রোড-মিন্টু রোডের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের নির্দেশ
ফাইল ছবি
রাজধানীর ভিআইপি এলাকা খ্যাত হেয়ার রোড ও মিন্টু রোডের জন্য বিশেষ পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, মঙ্গলবার একনেকের সভায় বেইলি রোডের জন্য একটি প্রকল্প উপস্থাপন করা হয়। সেসময় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন। এর এক পর্যায়ে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষ আমলা, বিচারপতিদের আবাসিক এলাকা খ্যাত হেয়ার রোড ও মিন্টু রোডের জন্য একটি মিনি পরিকল্পনা হাতে নিতে হবে।
প্রধানমন্ত্রী এসময় অনুশাসন দিয়ে বলেন, এই এলাকা নানা কারণে গুরুত্বপূর্ণ। দেশের ইতিহাস ও ঐতিহ্য লালন করে এই এলাকার জন্য একটি বিশেষ মিনি পরিকল্পনা নেয়া দরকার।
এসময় তিনি ওই এলাকায় ৬ তলার ওপরে কোনো ভবন নির্মাণের অনুমোদন যাতে না দেয়া হয় তারও অনুশাসন দেন।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী মিন্টু রোড এবং হেয়ার রোডের জন্য একটি পরিকল্পনা নিতে বলেছেন।
এসএ/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত