ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আপাতত ইনসিটু থাকছেন যুগ্ম সচিব ৬ ডিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৭ জুন ২০২০

যুগ্ম সচিব পদে পদোন্নতির পর আপাতত ইনসিটু (উপসচিব হিসেবে দায়িত্ব পালন করা শেষ কর্মস্থল) থাকছেন ছয় জেলা প্রশাসক (ডিসি)। অর্থাৎ তারা ডিসি হিসেবেই দায়িত্ব পালন করবেন।

এ ছয় ডিসিকে ইনসিটু পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

গত শুক্রবার (৫ জুন) যুগ্ম সচিব পদে ১২৩ উপসচিবকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এ পদোন্নতির তালিকায় ছয়জন জেলা প্রশাসকও (ডিসি) ছিলেন।

জেলা প্রশাসক পদটি উপসচিব পদমর্যাদার। সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেয়া হয়।

পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন- মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম, বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদ, ঢাকার ডিসি আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খান, নোয়াখালীর ডিসি তন্ময় দাস, যশোরের ডিসি মোহাম্মদ শফিউল আরিফ ও রাজশাহীর ডিসি মো. হামিদুল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, পরে তাদের ডিসি পদ থেকে সরিয়ে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হবে।

আরএমএম/এএইচ/পিআর