শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা কার্যকরের দাবি
শব্দ দূষণ নিয়ন্ত্রণে ২০০৬ সালে বিধিমালা প্রণয়ন করা হলেও এর প্রয়োগ নেই। তাই জনস্বাস্থ্যের প্রয়োজনে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ বাস্তবায়ন জরুরী উল্লেখ করে তা কার্যকর করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং পল্লীমা গ্রীণ নামক দুইটি সংগঠন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও পল্লীমা গ্রীণের যৌথ উদ্যোগে আায়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় শব্দ দূষণ আশংকাজনক হারে বাড়ছে। এতে উচ্চচাপ, অনিদ্রা, শ্রবণশক্তি হ্রাস, মনসংযোগ কমে যাওয়া, মাথা ব্যাথা ও মাথা ধরা, খিটখিটে মেজাজ, বিরক্তিবোধ এমনকি অস্বাভাবিক আচরণের মতো নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, দিনে শব্দের মাত্রা নীরব এলাকায় সহনীয় মাত্রার চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি। যা মানুষের মানসিক ও শারীরিক সমস্যার জন্য অত্যন্ত ক্ষতিকর।
এভাবে শব্দদূষণ চলতে থাকলে শিশুদের মধ্যে বধিরতার হার ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং তারা লেখাপড়ায় অমনোযোগী ও বিকার মানসিকতাসম্পন্ন হয়ে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
পল্লীমা গ্রীণের চেয়ারম্যান আনিসুর রহমান লিটন বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবচেয়ে বড় অন্তরায় অসচেতনতা এবং দায়িত্ববোধের অভাব।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পল্লীমা সংসদের সভাপতি প্রকৌশলী এম হাফিজুর রহমান, সদস্য সচিব আনিসুল হোসেন তারেক, পবার সম্পাদক শামীম খান টিটো, পবার সহ-সম্পাদক আবুল হাসনাত, পল্লীমা সংসদের কার্যকরী পরিষদের সদস্য জুলফিকার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আতাউর আহমেদ রতন প্রমুখ।
এএস/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল
- ২ বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
- ৩ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: ইরান
- ৪ পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪
- ৫ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন