প্লাজমা দেবেন রুমিন ফারহানা
করোনাজয়ী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দান করবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এ কথা জানান তিনি।
রুমিন ফারহানা লেখেন, ‘জটিল করোনা রোগীর জন্য প্লাজমা হতে পারে জীবন রক্ষাকারী। প্লাজমা ডোনেট করতে ইনশাল্লাহ কাল (বুধবার) সকাল ১১টায় যাচ্ছি গণস্বাস্থ্য হাসপাতালে।’
গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার করোনা পজিটিভ। পরে ২৩ আগস্ট তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।
এইচএস/এমএসএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ নিষেধাজ্ঞা উপেক্ষা, পুরান ঢাকায় মধ্যরাতে আতশবাজি ও উচ্চশব্দে গান
- ২ ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
- ৩ ২০২৬: নতুন বছরের আলোয় হারানোর বেদনা ভুলে বড় হোক অর্জনের খাতা
- ৪ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি
- ৫ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা