ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হরতালে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৩:১০ এএম, ০৫ নভেম্বর ২০১৪

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের ‘প্রতিবাদে’ ডাকা হরতাল বুধবার সকাল থেকে শুরু হয়েছে।

রাজধানীবাসীর জীবনযাত্রার ওপর হরতালের প্রভাব তেমন একটা পড়েনি। রাজপথে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি নেই বললেই চলে। সকাল ৮টা পর্যন্ত রাজধানীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

রাজধানীতে চলাচলকারী গণপরিবহণগুলোকেও স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। রাস্তায় প্রাইভেট গাড়ির সংখ্যা ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যাও বাড়ছে। তবে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।

জামায়াতের হরতাল কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও, গলির মুখে ও রাস্তায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে।