স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও তার স্ত্রী রেবেকা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আফজালুর রহমান বাবু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। নিজ বাসভবনে তিনি ও তার পরিবার স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে করোনায় আক্রান্ত আফজালুর রহমান বাবু বলেন, ‘আমি এবং আমার স্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে শারীরিক অন্য কোনো জটিলতা নেই। এজন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।’
তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্বিগ্ন না হয়ে তার পরিবারের জন্য দোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মহামারি করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই আফজালুর রহমান বাবু আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ত্রাণ বিতরণ, টেলি মেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের ধান কাটা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে মাঠপর্যায়ে নিয়মিত অংশগ্রহণ করে আসছিলেন। এছাড়া বন্যার সময় তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেন।
এইউএ/এমএআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির খুনে রাষ্ট্রযন্ত্র জড়িত, কাগুজে চার্জশিট মানি না: জাবের
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব