উত্তরখানে বন্দুকযুদ্ধে নিহত ১
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরখান এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজিব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম জানান, গতকাল(রোববার) রাত সাড়ে ৯টার দিকে অন্য আসামিদের ধরার জন্য তাকে সঙ্গে নিয়ে উত্তরখান এলাকায় অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ । রাত ১২টার দিকে পুলিশের অভিযানকালে গুলি চালায় রাজিবের সহযোগীরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সহযোগীদের গুলিতে নিহত হন রাজিব। রাজিবের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, তাঁতিবাজার ও ইসলামপুরের কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি রাজিব। এছাড়া দুর্গাপূজার সময় স্বর্ণের দোকানে যে ২৫ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সে মামলায়ও মূল আসামি রাজিব।তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান নাজমুল ইসলাম।
জেইউ/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন