রাজধানীতে পিস্তল ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক
রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।
গ্রেফতাররা হল- মো. শাহিদুল ও মো. ওমর ফারুক। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে- তারা আন্তঃজেলা অস্ত্র ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
জেইউ/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত