দীপন হত্যা মামলা তদন্ত করবে ডিবি
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করবে।
সোমবার রাতে ডিবির দক্ষিণের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধিকতর তদন্তের জন্য সোমবার রাতেই মামলাটি আমাদের কাছে আসবে। তবে এর আগে থেকেই ছায়া তদন্ত করে আসছে ডিবি।
প্রসঙ্গত, গতকাল শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন জাগৃতি প্রকাশনার কর্ণধার ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে একুশের বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।
একই হামলায় আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। জাগৃতি থেকে অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ ও ‘অবিশ্বাসের দর্শন’ নামের দুটি বই প্রকাশিত হয়।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত