ঘাটতি মোকাবেলায় ফরিদপুরে স্থাপিত হচ্ছে বিদ্যুৎ প্লান্ট
বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় ফরিদপুরে আরো দেড়শ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্লান্ট স্থাপন করা হবে। আর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে দেশের বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জি. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে গ্রামীণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সভায় এ কথা জানান তিনি।
সভায় আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক ডাবলু প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। 
কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, এলজিআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পৌর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী।
এর আগে এলজিইডির অর্থায়নে এক কোটি তিন লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ১৩শ মিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৩৬টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।
এস.এম. তরুন/এআরএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার