ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্টের দায়িত্ব গ্রহণ
আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন সেনাপ্রধান ও কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল
লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট হিসেবে সোমবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন। তার পূর্বসূরী লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ গত ৩০ অক্টোবর অবসর গ্রহণ করেন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দায়িত্ব গ্রহণের আগে সেনা সদরদফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক নবনিযুক্ত কমান্ড্যান্ট আতাউল হাকিম সারোয়ার হোসেনকে লেফটেনেন্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনা সদরদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর পদাতিক কোরে কমিশন লাভ করেন। চাকরি জীবনে পদাতিক ব্যাটালিয়ন, ব্রিগেড সদর দফতর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি।
এছাড়া সদরদফতরের ১০ পদাতিক ডিভিশনের জিওসি, সদরদফতর লজিস্টিক এরিয়া কমান্ডার ও সদরদফতরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার।
উল্লেখ্য, এনডিসিতে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন।
এমইউ/এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ এ কে খন্দকারের জানাজা রোববার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
- ২ ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০
- ৩ ওসমান হাদির জানাজা-দাফন শৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
- ৪ এ কে খন্দকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার শোক
- ৫ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৫৮