ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লাইটারেজ জাহাজ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৮ নভেম্বর ২০১৪

ডাকাতি ও অপহরণের প্রতিবাদে লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরে সব ধরনের পণ্য খালাস ও পরিবহন থেকে বিরত রয়েছেন সংগঠন দুটির হাজার হাজার শ্রমিক।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম শ্রমিকদের ধর্মঘট ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। নবী আলম অভিযোগ করে বলেন, ‘লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাতিলখাল এলাকায় শুক্রবার রাতে কর্নফুলী-৫ নামে একটি জাহাজ ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদের আক্রমণের পর জাহাজটির ১১ শ্রমিকের ৯ জন নিখোঁজ রয়েছে। শ্রমিকদের অপহরণ করে নিয়ে গেছে ডাকাতরা।’