১ কেন্দ্রে ধানের শীষে ১ ভোট
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে একটি ভোট কেন্দ্রে শীষ প্রতীকের মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের ব্যালটে মাত্র এক ভোট পড়েছে। অপরদিকে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর ব্যালটে পড়েছে ২১৫ ভোট।
৩২০ নং কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং ভোটকেন্দ্রে ভোটের এ চিত্র দেখা গেছে। এর আগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।
পরে এ কেন্দ্রের ফল গণনায় দেখা যায়, কেন্দ্রটির ভোটার সংখ্যা এক হাজার ৯১৩ হলে ভোট দিয়েছেন ২১৮ জন। অর্থাৎ অনুপস্থিত থাকেন এক হাজার ৬৯৫ ভোটার।
এ কেন্দ্রে মেয়র পদে নৌকা ২১৫ ভোট পেলেও ধানের শীষের পাশাপাশি হাতপাখা (প্রার্থী মো. জান্নাতুল ইসলাম) ও আম (প্রার্থী আবুল মনজুর) ব্যালটেও পড়ে মাত্র এক ভোট।
আর চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, হাতি প্রতীকের খোকন চৌধুরী এবং মোমবাতি প্রতীকের প্রার্থী এম এ মতিনের ব্যালটে কোনো ভোটই পড়েনি।
এদিকে মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত মোট ৯৫টি কেন্দ্রের ফলাফলে রেজাউল করিম চৌধুরী ৩৫ হাজার ৩৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ডা. শাহাদাত হোসেনের প্রাপ্ত ভোট তিন হাজার ৪৯৪।
আবু আজাদ/এইচএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ