মেয়রসহ চসিকের নির্বাচিত ৫৫ প্রার্থীর গেজেট প্রকাশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচিত ৫৫ জন প্রার্থীদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত রোববার (৩১ জানুয়ারি) ইসির উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে চসিকের মেয়র পদে একজন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে চসিকের ৩১ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর পদটিতে এখনও ভোট হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গেজেটটি দেখতে এই লিংকে ক্লিক করুন
পিডি/এসজে/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ