কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশে-পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার সকাল ১০টার পর থেকে কেন্দ্রীয় করাগার এলাকায় আইন-শৃঙ্খলা বাহীনির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া কারাগারের দু পাশের রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করে এলাকা দিয়ে যাতায়াতের অনুমতি দিতে দেখা গেছে। 
নিরাপত্তা জোরদারের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগার এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে কেন্দ্রীয় কারাগারে যান দু’জন ম্যাজিস্ট্রেট।
এদিকে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর জানিয়েছেন, তার বাবার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ করার অনুমতি এখন পর্যন্ত পাননি। অনুমতির জন্য আজকেও তারা আবেদন করবেন।
এএম/এআর/এসকেডি/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত