পাঁচটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
জাতীয় সংসদের চলমান অষ্টম অধিবেশনে পাস হওয়া পাঁচটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বিলগুলোতে তিনি সম্মতি দেয়ায় এগুলো এখন আইনে পরিণত হল।
জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার সহকারি পরিচালন আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিলগুলো হল- উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল, ২০১৫ , Bangladesh Coinage (Amendment) Bill, 2015, গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল ২০১৫, ট্রেডমার্ক (সংশোধন) বিল, ২০১৫ এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১৫।
এইচএস/জেডএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
- ২ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ
- ৩ ঢাকা মেডিকেল উৎসুক জনতা, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
- ৪ ঋণের কিস্তি-গ্যাস-পানির বিল বাকি থাকলে এমপি প্রার্থী হওয়া যাবে না
- ৫ হাদির মাথার ভেতরে গুলি আছে, অস্ত্রোপচার চলছে: চিকিৎসক