ঋণের কিস্তি-গ্যাস-পানির বিল বাকি থাকলে এমপি প্রার্থী হওয়া যাবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন
কোনো প্রার্থীর যদি ব্যাংক ঋণ থাকে, পাশাপাশি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ না করলে তার মনোনয়ন বাতিল হবে। এছাড়া সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল বাকি থাকলেও তার মনোনয়ন বাতিল হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্যতা-অযোগ্যতা বিষয়ে সংবিধানের ৬৬(১) (২) ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তাছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদের প্রজাতন্ত্রের কর্ম ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। প্রার্থী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে র কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।
আরও পড়ুন
সরকারি ছুটির দিনেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে
প্রার্থী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে ভোটে যোগ্য হবেন
এছাড়া কৃষিকাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ছাড়া মনোনয়নপত্র দাখিলের আগে ব্যাংক থেকে নেওয়া ঋণ বা তার কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। একই সঙ্গে মনোনয়নপত্র দাখিলের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।
ইসি আরও জানায়, মনোনয়নপত্রে প্রার্থীর সই করা একটি হলফনামা দাখিল করতে হবে। উল্লেখিত বিধানসমূহ স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকেও এ বিষয়ে প্রচারের ব্যবস্থা করা হবে।
এদিকে, লাভজনক পদ অর্থাৎ প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সরকারের ৫০ শতাংশের অধিক শেয়ার আছে এমন কোনো কোম্পানির কোনো পদ বা পদমর্যাদায় অধিষ্ঠিত থাকা ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।
এমওএস/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
- ২ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ
- ৩ ঢাকা মেডিকেল উৎসুক জনতা, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
- ৪ ঋণের কিস্তি-গ্যাস-পানির বিল বাকি থাকলে এমপি প্রার্থী হওয়া যাবে না
- ৫ হাদির মাথার ভেতরে গুলি আছে, অস্ত্রোপচার চলছে: চিকিৎসক