নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ছে
জনপ্রশাসনের নবীন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে ছয়মাস করতে যাচ্ছে সরকার। বর্তমানে এই প্রশিক্ষনের মেয়াদ রয়েছে চারমাস। সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালনা পর্ষদের (বিওজি) ৫৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আড়াই বছর পর বিপিএটিসির আন্তর্জাতিক প্রশিক্ষণ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণের মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় সদস্যদের সবাই প্রশিক্ষণের মেয়াদ বাড়ানোর ব্যাপারে নিজ নিজ মত প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন বিপিএটিসির রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দার।
তিনি জানান, গত আগস্ট মাসে ৫৬তম বুনিয়াদী প্রশিক্ষণের সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণের মেয়াদ বাড়ানোর ব্যাপারে নির্দেশনা দেন। পরিচালনা পর্ষদের আজকের সভায় সেই নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে নবীন কর্মকর্তারা দায়িত্ব পালনে আরো বেশি সক্ষমতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সময়ের প্রয়োজনে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। এজন্য হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি নবীন কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন খুবই জরুরি। তাই প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে বর্ধিত দুই মাস বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য বরাদ্দ রাখা হবে।